Tos Group BD

Blog Details

  • Home
  • বাসবার কেন এতো গুরুত্বপূর্ণ ?
busbar
tosgroupbd November 11, 2021 0 Comments

বিভিন্ন কারখানাতে  বাসবার দেখতে পাওয়া যায় , কিন্ত এই বাসবারের সিস্টেমের গুরুত্বপূর্ণ দিক নিয়ে অবশ্যই আমাদের  জানতে  হবে , পাশাপাশি কীভাবে বাসবারের সুবিধা উপভোগ করবেন তা নিয়ে আজকে আমাদের এই ব্লগ।  

বাসবার কী? 

বাসবার হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি পরিবাহীর পাত যা এক বা একাদিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে এনার্জি সংগ্রহণ করে,সেই এনার্জিকে অন্যান্য ইলেকট্রিক্যাল সার্কিটে সরবরাহ করে থাকে। 

বাসবার কেনো ব্যবহার করা হয় ? 

সাধারণত সার্কিটের সাথে বাসবার ব্যবহার করা হয় এনার্জি সরবরাহ করা ছাড়াও আরও কিছু বিশেষ ক্ষেত্রে প্রচুর ব্যবহার রয়েছে , যেমনঃ 

১। কোন একটি সিস্টেম  বন্ধ হয়ে গেলে বাসবারের সহায়তা নিয়ে অন্যান্য সিস্টেমকে সচল রাখা যায় ,

২। খুব দ্রুত ভাবে একের অধিক বিদ্যুৎ সংযোগ নেওয়া  যায়  , 

৩। কোন প্রকার ইলেকট্রিক্যাল  ত্রুটি দেখা দিলে ,বাসবারের মাধ্যমে অন্যান্য অংশ থেকে আলাদা করা যায় । 

কয় ধরনের বাসবার পাওয়া যায় ? 

উপাদানের উপর ভিত্তি করে , বর্তমানে ২ ধরনের বাসবার পাওয়া যায় – 

১। কপার বাসবার ( কপার (Copper) দিয়ে তৈরি ) 

২। অ্যালুমিনিয়ামের বাসবার ( অ্যালুমিনিয়ামের ( Al ) তৈরি  )

কীভাবে আদর্শ বাসবার সিলেক্ট করবেন?

বাংলাদেশে অনেক ধরনের সাইজের বাসবার ( Busbar )  পাওয়া যায় কিন্তু আপনাকে অবশ্যই কারেন্ট এম্পিয়ারের উপর ভিত্তি করে ভালো মানের বাসবার কিনতে হবে।  এই ক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্টকে আপনার প্রতিষ্ঠানের ট্র্যান্সফরমারের ( KVA, ভোল্টেজ) শেয়ার করে জেনে নিতে হবে। 

আপনাকে সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে আমাদের ইঞ্জিনিয়ার। 

আপনার প্রতিষ্ঠানের বাসবার সিলেক্ট করতে ফ্রি সাপোর্ট নিন আমাদের অভিজ্ঞ টিম থেকে, খুব দ্রুত পেয়ে যাবেন আদর্শ রিপোর্ট যা নিরাপদ রাখবে আপনার প্রতিষ্ঠানকে সবসময় ।

( Get Started ) 

Leave Comment